'ইকরা বিসমি রব্বি কাল্লাযি খলাক'- পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। মহান সৃষ্টিকর্তা এই পড়ার মধ্যেই লুকায়িত রেখেছেন মহা জ্ঞানভান্ডার। শিক্ষার এই গুরু দায়িত্বটি আমাদের উপর অর্পিত।
সীমান্ত জেলা শহর লালমনিরহাট, সুদূর ব্রিটিশ আমল থেকে রেলওয়ে শহর হিসেবে খ্যাত ছিল। রেলওয়েতে চাকরির সুবাদে পাক ভারতের বিভিন্ন ধর্ম ও ভাষার মানুষ এখানে একটা মিশ্র সংস্কৃতির ধারা গড়ে তুলেছিল। সেই সময়কার নানা রকম গাছ, টেনিস কোর্ট, সুইমিংপুল, বিশাল খেলার মাঠ, ইউরোপিয়ান ক্লাব, রিভলভিং স্টেজ লালমনিরহাটের ঐতিহ্যের একটা অংশ ছিল। রেল স্টেশনকে কেন্দ্র করে পূর্বে বাবু পাড়া, টিউমল পাড়া, উত্তরে মোগলহাট আপইয়ার্ড, পশ্চিমে সাহেব পাড়া, ট্রেনিং স্কুল, ডি টি এস এর সুসজ্জিত বাংলো, চার্চ মিশন, স্টেশন থেকে মানুষ ঠেলা ট্রলিতে বড় চাকুরেদের আসা-যাওয়া। মানুষের মাঝে ছিল হৃদ্যতা, সহানুভূতি। রেলওয়ে কর্মচারীদের ছেলে-মেয়েদের শিক্ষার কথা বিবেচনা করে, রেলের কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছিল আজকের এই বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়। যা মিডিল ইংলিশ স্কুল হিসেবে ১৯৫০ সালে যাত্রা শুরু করে এবং ১৯৫২ সালে রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় নামে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ১৯৬০ সালে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ চালু হয় এবং ঐ বছরই প্রথম ঢাকা বোর্ডের অধীন মেট্রিক পরীক্ষায় অংশ করে খুবই সন্তোষজনক ফলাফল করে। ১৯৭২ সালের শেষের দিকে বিদ্যালয়টি রেলকরণ ঘোষণা করে এবং ০১/০১/১৯৭৩ ইং সালে রেলকরণ (জাতীয়করণ) করা হয়। জাতীয়করণ বিবেচনায় আমাদের বিদ্যালয়টি হচ্ছে জেলার সর্বপ্রথম সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষা, খেলা-ধুলাসহ সকল বিষয়ে জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয়।
মোঃ আহসান হাবীব সরকার
প্রধান শিক্ষক
বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযু্ক্তির মাধ্যমে দ্রুততার সাথে নির্ভুলভাবে যে কোন কাজ অনায়াসে করা সম্ভব। বাংলাদেশ সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় তাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে তথ্য প্রযু্ক্তির ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে ওয়েব সাইট খুলেছে। সম্মানিত অভিভাবক ও বিদ্যালয় সম্পর্কে জানতে আগ্রহী সুধীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ওয়েব সাইট ভিজিটের মধ্য দিয়ে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যাবলী, ফলাফল, নোটিশ, বিদ্যালয় সম্পর্কিত তথ্যাদিসহ সার্বিক কর্মকাণ্ডের একটি সম্যক চিত্র উপলব্ধি করতে পারবেন। এর মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সকলকে আমাদের ওয়েব সাইট ভিজিটে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।